মালেশিয়ার Buddhist Maha Vihara কর্তৃক প্রেরিত “কি করে তুমি তোমার কষ্টকর বা পীড়াদায়ক অবস্থাসমূহকে পরাস্ত করবে?” নামক ধর্মীয় বই আজ ইটছড়ি উচ্চ বিদ্যালয়ে বৌদ্ধ ছাত্রছাত্রীদেরকে বিতরণ করা হয়। উক্ত ধর্মীয় পুস্তকগুলো শিক্ষক এবং বৌদ্ধ ছাত্রছাত্রীদের নিকট বিতরণ করেন মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত বিমলানন্দ স্থবির মহোদয়